ফরিদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বিকেলে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিকেলে একাধিক শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শহরের ম্যাটসের সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে স্থানীয় ইমাম উদ্দিন চত্বরে পথসভায় শেষ হবে।
এ ছাড়া মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে সিভিল সার্জন সড়ক থেকে আরেকটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে, যা শহরের বিভিন্ন সড়ক ঘুরে গোলপুকুর ড্রিম’স চত্বরে গিয়ে পথসভায় পরিণত হবে।
অন্যদিকে বিকেল ৫টায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারস আলী ইছার সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে আরেকটি শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলীপুর গোরস্তানের সামনে পথসভায় শেষ হবে।
কর্মসূচিগুলোতে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেবেন।
What's Your Reaction?






