ফরিদপুরে GBS ভাইরাসে আক্রান্ত শিক্ষার্থীর চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের হিসাববিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুজন পান্ডুরী প্রাণঘাতী রোগ Guillain-Barré Syndrome (GBS) ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ, যা বহন করা পরিবারের পক্ষে সম্ভব নয়।
শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও তার ঘনিষ্ঠ বন্ধুরা সুজনের চিকিৎসার ব্যয়ভার বহনে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা চেয়ে আবেদন জানিয়েছেন। এ উপলক্ষে শুক্রবার বিকেলে শহরের শ্রীধাম শ্রী অঙ্গনে তারা সহায়তার আহ্বান জানান।
রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী অমিত, শাওন, দুর্জয় ও আশিক জানান, সুজন পান্ডুরীর চিকিৎসায় প্রতিদিন NRS NORMOGLOBIN 50 ML নামের একটি ভ্যাক্সিন প্রয়োজন হয়, যার প্রতিটির মূল্য প্রায় ১ লাখ ৪৬ হাজার ৫৪০ টাকা। প্রতিদিনের ওষুধ, ভ্যাক্সিন ও চিকিৎসা ব্যয়সহ প্রায় ২ লাখ টাকা প্রয়োজন হচ্ছে। পুরো চিকিৎসা শেষ করতে প্রায় সাড়ে সাত লাখ টাকা খরচ হবে বলে ধারণা করা হচ্ছে।
তারা বলেন, "আমাদের বন্ধুর পরিবারের পক্ষে এই বিপুল চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব নয়। তাই আমরা সাধারণ মানুষসহ সমাজের সব স্তরের মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানাচ্ছি।"
What's Your Reaction?






