বিজয়নগরে ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Sep 1, 2025 - 13:12
 0  2
বিজয়নগরে ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর নৃশংস হামলার প্রতিবাদে বিজয়নগরে মশাল মিছিল হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) রাত ৯ টা ৩০ মিনিটে উপজেলার মির্জাপুর মোড় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদের সামনের রাস্তা ঘুরে বিজয়নগর থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

মশাল মিছিলে অংশ নেন বিজয়নগর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. শাহ আলম ভূইয়া, সদস্য সচিব মো. খান দেলোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক মো. সিব্বির আহাম্মেদ, শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. আল আমিন খন্দকার, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. ওসমান খান, উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. জন্টু মিয়া ও মো. শফিক খন্দকার, পাহাড়পুর ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. সাদ্দাম শিশিরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ভিপি নূরের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং দ্রুত সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি তাঁরা জাতীয় পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করারও দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow