সিরাজদিখানে কাউসার খান হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসীর দাবীতে মানববন্ধন

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Sep 1, 2025 - 13:16
 0  1
সিরাজদিখানে কাউসার খান হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসীর দাবীতে মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোঃ কাউসার খান হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসীর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ইমামগঞ্জ পরিষদ সংলগ্ন সিরাজদিখান-নিমতলা সড়কে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে ইমামগঞ্জ বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে "বিচার চাই, ফাঁসী চাই" স্লোগানে গ্রামীণ ব্যাংক এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন সাবেক ইউপি মেম্বার জামাল হাওলাদার, সেরু হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী হাবু হাওলাদারসহ স্থানীয়রা।

নিহতের মা রিয়া খানম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “ওদের যেন ফাঁসি হয়। এরা দেশের মাটিতেই আছে, এরা ধর্ষণকারী, সন্ত্রাসী, খুনী। কেন প্রশাসন তাদের গ্রেফতার করছে না? তাহলে কি একে একে সবার ঘরে মায়ের বুক খালি হবে? আমি সন্তান হারা হয়েছি, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়।” তিনি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে দ্রুত দোষীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধন ও বিক্ষোভে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

উল্লেখ্য, গত ৬ আগস্ট বিকেল সাড়ে ৬টার দিকে অবৈধ ড্রেজার ব্যবসা ও বালুবাহী বাল্কহেড চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আহত হন অহিদুল শিকদার (৪০), কাইয়ুম খান (৪৪) ও কাউসার খান (২০)। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ আগস্ট রাত ২টার দিকে কাউসার খান মারা যান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow