রাজবাড়ীতে সাবেক ওসির পদোন্নতি বাতিল ও গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রদান
ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ও নিয়মিত মামলার আসামি পুলিশ পরিদর্শক আবু শামা মোঃ ইকবাল হায়াতের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি বাতিল ও গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদল।
রবিবার (২ নভেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে নির্যাতিতদের পক্ষে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমানসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্মারকলিপি প্রদানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমান। তিনি জানান, ২০১৪ সালের ১২ জানুয়ারি সাবেক ওসি ইকবাল হায়াত তাঁকে অপহরণ, গুমের চেষ্টা, নির্যাতন ও চাঁদা আদায়ের মাধ্যমে হত্যার চেষ্টা করেন। এ সময় ১০ লাখ টাকা চাঁদা দাবি করে ৫ লাখ টাকা আদায় করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়। ওই ঘটনার পর দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাঁকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর চিকিৎসার ব্যয়ভার বহন করেন। এখনো তিনি পুরোপুরি সুস্থ নন, নিয়মিত চিকিৎসাধীন আছেন।
তুহিনুর রহমান আরও বলেন, এ ঘটনায় গত ২৫ আগস্ট রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতে সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম, বালিয়াকান্দি থানার সাবেক অফিসার ইনচার্জ আবু শামা মোঃ ইকবাল হায়াতসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে ৩০ আগস্ট মামলাটি বালিয়াকান্দি থানায় রেকর্ড হয়।
তিনি অভিযোগ করে বলেন, নিয়মিত মামলার আসামি হওয়া সত্ত্বেও গত ২১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে প্রকাশিত পদোন্নতি তালিকায় ১৫ নম্বরে থাকা আবু শামা মোঃ ইকবাল হায়াতকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
স্বেচ্ছাসেবকদলের নেতারা বলেন, “এ ধরনের অন্যায্য পদোন্নতি আইনের শাসন ও ন্যায়ের পরিপন্থী। আমরা তার পদোন্নতি বাতিল ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
What's Your Reaction?
আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ