কুষ্টিয়ার খোকসায় সুদমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নতুন সমিতির আত্মপ্রকাশ

কুষ্টিয়ার খোকসায় সুদভিত্তিক অর্থ ব্যবস্থা থেকে বেরিয়ে এসে একটি কল্যাণমুখী সমাজ গঠনের লক্ষ্যে "খোকসা ভ্রাতৃসমাজ সামাজিক ব্যবসা সমিতি" নামে একটি সুদমুক্ত সমিতির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ভ্রাতৃসমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শনিবার (২০ সেপ্টেম্বর) খোকসা কার্যালয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয় এবং সেখানেই দশ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মোঃ নজরুল ইসলাম। সভাপতির ভাষণে তিনি বলেন, "সমাজকে সুদের করাল গ্রাস থেকে মুক্ত করতে এই সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা সকলে মিলে মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করতে চাই। বর্তমান সমাজে অধিকাংশ মানুষই কোনো না কোনোভাবে সুদের সঙ্গে জড়িয়ে পড়েছেন। আমাদের এই উদ্যোগ তাদের ইহকাল ও পরকালে শান্তি ও সাফল্যের পথ দেখাবে।"
সমিতির ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাজিব হোসেন শাওন বলেন, "বর্তমানে পুরো দেশটাই সুদের জালে আবদ্ধ। সুদের গুনাহ্ সম্পর্কিত হাদিসের কথা উল্লেখ করে তিনি বলেন, "সুদের আশি প্রকার গুনাহের মধ্যে সর্বনিম্নটি হলো মায়ের সাথে ব্যভিচারের সমতুল্য। এছাড়া সুদি কারবারিদের সাথে আল্লাহ এবং তাঁর রাসুল (সাঃ) যুদ্ধের ঘোষণা দিয়েছেন। তাই দেশকে সুদমুক্ত করা আমাদের সকলের ঈমানী দায়িত্ব।"
তিনি আরও যোগ করেন, "প্রাথমিকভাবে আমরা খোকসা, কুষ্টিয়া সদর এবং রাজবাড়ীতে আমাদের কার্যক্রম শুরু করেছি। ধীরে ধীরে আমরা এই সুদমুক্তির বার্তা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই, ইনশাআল্লাহ।"
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মোঃ নজরুল ইসলামকে সভাপতি এবং রাজিব হোসেন শাওনকে সেক্রেটারি হিসেবে নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- মোঃ আসাদুজ্জামান, লিমা পারভিন, ইসরাত জাহান, মোঃ লুৎফর রহমান, মোছাঃ শারমিন খাতুন, মোছাঃ আলেয়া খাতুন, মোঃ জাহিদ হাসান এবং শামিম রেজা সবুজ।
উল্লেখ্য, "ভ্রাতৃসমাজ উন্নয়ন সংস্থা" দীর্ঘ তের বছরের গবেষণার মাধ্যমে ইসলামিক আর্থিক ব্যবস্থাপনার একটি মডেল দাঁড় করিয়েছে, যার মূল লক্ষ্যই হলো সুদমুক্ত সমাজ বিনির্মাণ। সেই ধারাবাহিকতাতেই খোকসায় "খোকসা ভ্রাতৃসমাজ সামাজিক ব্যবসা সমিতি" গঠন করা হলো।
What's Your Reaction?






