ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ সীমান্তে পৌনে ৩৩ লাখ টাকার মাদকসহ ২ আটক

ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় মদ জব্দ করেছে। শুক্রবারের (১৯ সেপ্টেম্বর) এই অভিযানে মোট ৩২ লাখ ৬০ হাজার ৯০০ টাকার মাদক ও অন্যান্য মালামালসহ দুইজনকে আটক করা হয়েছে।
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় তাদের বিষ্ণুপুর বিওপির একটি বিশেষ টহল দল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পূর্ব কালাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৯,৮৬৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত এই ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লক্ষ ৫৯ হাজার ৮ শত টাকা।
একই দিনে সন্ধ্যা ৭টার দিকে, ২৫ বিজিবির ধর্মঘর বিওপির আরেকটি টহল দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বটতলী এলাকায় অভিযান চালায়। এই অভিযানে ৯ বোতল ভারতীয় মদ, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোনসহ দুইজনকে আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ এক হাজার ১০০ টাকা।
আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামাল আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) আরো জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে যেন কোনো প্রকার মাদক বা চোরাচালানের পণ্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে তারা সর্বদা তৎপর রয়েছে।
What's Your Reaction?






