নোয়াখালীতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

নোয়াখালী সদর উপজেলার পশ্চিমাঞ্চলে চুরি, ডাকাতি ও কিশোর গ্যাং-এর উপদ্রব বৃদ্ধিসহ আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরমটুয়া ইউনিয়নের খলিসাটোলার নূর মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা অভিযোগ করে বলেন, চরমটুয়া ইউনিয়নটি লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী হওয়ায় এই এলাকায় অহরহ চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। রাতের বেলায় আতঙ্কে দিন কাটাতে হয় স্থানীয়দের। তারা আরও বলেন, এলাকায় চুরি-ডাকাতির ঘটনা নিয়মিত ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো জোরালো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে চরমটুয়া ইউনিয়নে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জোর দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় নারী ইউপি সদস্য রেহানা মজিদ, বিএনপি নেতা ছালা উদ্দিন আহমেদ চৌধুরী দুলাল, জিয়াউল হায়দার পলাশ, কাজী সেলিম, মহি উদ্দিন, হুমায়ন কবির এবং নজরুল ইসলাম মজিদসহ আরও অনেকে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, যেকোনো ঘটনার ক্ষেত্রেই পুলিশ ব্যবস্থা গ্রহণ করছে। তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, টহল পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।
What's Your Reaction?






