শ্রীনগরে ফল বিক্রেতাকে কুপিয়ে টাকা ছিনতাই

মুন্সীগঞ্জের শ্রীনগরে কোরবান আলী (৫৭) নামে এক ফল বিক্রেতাকে কুপিয়ে তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ১৫ মে ভোর ৫ টা ১৫ মিনিটের দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের কেসি রোডের চান্দারটেক এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কোরবান আলীকে প্রথমে ঢাকা মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
আহতের জামাই আমির হোসেন জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে কোরবান আলী বাড়ি থেকে রাজেন্দ্রপুরের উদ্দেশ্যে ফল ক্রয়ের জন্য রওনা হন। চান্দারটেক এলাকায় পৌঁছে অটোরিকশায় উঠতেই চালকের সহযোগিতায় আরও দুই অজ্ঞাত ব্যক্তি তাকে এলোপাতাড়ি কুপিয়ে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. শাকিল আহম্মেদ জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?






