সিরাজদিখানে নারী নির্যাতনের মামলায় দুই ভাইয়ের কারাদণ্ড

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নারী নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় দুই ভাইকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (১৪ মে) মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন রাজানগর ইউনিয়নের ফুলহার গ্রামের জামাল চৌধুরীর দুই ছেলে ইলিয়াস চৌধুরী (৩৬) ও জিএম ওরফে ইয়াসিন চৌধুরী (২৫)। মামলার বাদী রহিমা বেগম বলেন, “আমরা তাদের দ্বারা বহু নির্যাতনের শিকার হয়েছি। কয়েক বছর আগে থানায় নারী নির্যাতনের মামলা করেছিলাম। অবশেষে আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া, আমরা ন্যায়বিচার পেয়েছি।”
স্থানীয়রা জানান, ইলিয়াস ও ইয়াসিন একসময় আওয়ামী লীগের সমর্থক ছিলেন। সাবেক এমপি মহিউদ্দিন আহমেদের পক্ষে নির্বাচনী কার্যক্রম চালাতেন। কিন্তু ৫ আগস্টের পর তারা বিএনপির পরিচয়ে স্থানীয়ভাবে প্রভাব খাটাতে শুরু করেন। তাদের বিরুদ্ধে গোয়ালখালী চকের মাটি কাটা ও সরকারি খাসজমি দখলের অভিযোগ রয়েছে।
২০২৫ সালের ৬ আগস্ট সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি মোক্তার হোসেনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে জিএম ও তার দলের বিরুদ্ধে। তবে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে সুসম্পর্ক থাকায় তাদের বিরুদ্ধে কেউ প্রকাশ্যে মুখ খোলার সাহস পায়নি।
ইলিয়াস ও ইয়াসিনের কারাদণ্ডের খবরে শুক্রবার (১৬ মে) বিকালে সৈয়দপুর বাজারসহ আশপাশের এলাকায় মিষ্টি বিতরণ করেন স্থানীয়রা। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে।
What's Your Reaction?






