সিরাজদিখানে অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত ফাইল ধামাচাপা দেওয়ার অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বাবু বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে অনিয়মের তদন্ত ফাইল ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছিলেন। তার অপকর্মের বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলেও তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, অধ্যক্ষের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ থাকা সত্ত্বেও তদন্তের কোনো অগ্রগতি নেই। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুন নাহারের টেবিলে তদন্ত ফাইল পড়ে থাকলেও রহস্যজনক কারণে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা দাবি তুলেছেন, তদন্ত সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত বা ছুটিতে পাঠানো হোক।
অভিযোগের বিষয়ে অধ্যক্ষ বাবু বিশ্বজিৎ ঘোষ বলেন, "আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আমার কাছে যেসব নথিপত্র চেয়েছে, আমি সবকিছু জমা দিয়েছি। তদন্ত ফাইল ধামাচাপা দেওয়ার কোনো প্রশ্নই আসে না।"
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুন নাহারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী তদন্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
What's Your Reaction?






