নাসিরনগরে রোকিয়া বেগম হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মাহমুদুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
May 18, 2025 - 19:13
 0  3
নাসিরনগরে রোকিয়া বেগম হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রোকিয়া বেগম হত্যা মামলায় এজাহারনামীয় আসামি বদরুল মিয়া (৩০) ও তার স্ত্রী মাফিয়া বেগম (২৮) কে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (১৮ মে) ভোরে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের লস্করপুর রেল ক্রসিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের কিসমত আলীর ছেলে বদরুল মিয়া ও তার স্ত্রী মাফিয়া বেগম রোকিয়া বেগম হত্যাকাণ্ডের পর পলাতক ছিলেন।

জানা যায়, গত ৫ এপ্রিল নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে শিশুদের খেলাধুলা নিয়ে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় বদরুল মিয়া তার হাতে থাকা পল দিয়ে রোকিয়া বেগমকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে রোকিয়া বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৫ এপ্রিল তিনি মারা যান।

এ ঘটনায় রোকিয়ার ছেলে বাদী হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে বদরুল মিয়া ও তার স্ত্রী মাফিয়া বেগমকে প্রধান আসামি করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে লস্করপুর রেল ক্রসিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow