বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম, ফুলবাড়িয়া (ময়মনসিংহ)
May 18, 2025 - 18:11
 0  8
বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মতো এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এর আগে কমিটির বৈঠকগুলো ঘরোয়া পরিসরে সীমাবদ্ধ থাকলেও এবার প্রথমবারের মতো জনসাধারণ ও অভিভাবকদের অংশগ্রহণে একটি উন্মুক্ত সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা। সভাপতিত্ব করেন নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম হিরা চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য শামসুর রহমান সুমন, ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক শহিদ সরকার, মির্জা আবু সাইদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।

বক্তারা তাদের বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয় যেন এলাকার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠে সে লক্ষ্যে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow