ফরিদপুরে ঝিনাইদহ জেলা ছাত্র-কল্যাণ পরিষদের কমিটি গঠন

ফরিদপুরস্থ রাজেন্দ্র কলেজের অধীনে গঠিত “ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদ”-এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ মে) বিকেল ৫টায় রাজেন্দ্র কলেজের ইন্টারমিডিয়েট ভবনের ১০১ নম্বর কক্ষে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাকিব হোসেন এবং সদস্য সচিব হয়েছেন দর্শন বিভাগের আওয়াল হোসেন।
কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন—চয়ন সাহা, আবু সাইদ, আব্দুল হাকিম, খাইরুল বাশার, একরামুল কবির, নাজমুস সাকলায়েন, হৃদয় বিশ্বাস, রোকসানা তানজুমান, তিলোত্তমা বিশ্বাস তৃষা, ইমরুল কায়েস, রিয়াজ হোসেন, সুরাইয়া রহমান, রাশু হোসেন, লিপু হোসেন বাপ্পি, আকাশ রহমান, আশিকুর রহমান, এসএম ওয়াহিদুজ্জামান ও মীর ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আবদুল হালিম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুর রহমান, ফরিদপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. বিমল কুমার বিশ্বাস, শিক্ষক পরিষদের সম্পাদক মো. ফজলুল করিম, সিনিয়র তথ্য অফিসার মোজাম্মেল হকসহ বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
অতিথিরা তাদের বক্তব্যে নতুন কমিটির সাফল্য কামনা করেন এবং সংগঠনকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
What's Your Reaction?






