শহীদ জান শরীফ মিঠু স্কয়ার নামকরণের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

ফরিদপুর জেলা শহরের ভাঙ্গা রাস্তার মোড়কে শহীদ জান শরীফ মিঠু স্কয়ার নামে নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (২১ জুলাই) বেলা ১২টা ৪৫ মিনিটে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে এই স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর জমা দেওয়া হয়।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি’র নেতৃত্বে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমটি আখতার টুটুল, জেলা বিএনপির নেতা রশিদুল ইসলাম লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রদত্ত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ফরিদপুর জেলা বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক শহীদ জান শরীফ মিঠু ১৯ জুলাই ২০২৪ সালে ঢাকার বনশ্রী এলাকায় স্বাধীনতার জন্য নির্যাতিত অবস্থায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পেটুয়া বাহিনীর গুলিতে শহীদ হন। তাঁর এ মহান আত্মত্যাগের স্মৃতিকে অমর রাখতে ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ের নাম পরিবর্তন করে “শহীদ জান শরীফ মিঠু স্কয়ার” করার দাবি জানানো হয়।
What's Your Reaction?






