প্রতারক ও জালিয়াতচক্রের বিরুদ্ধে আলফাডাঙ্গা ইউএনও’র সতর্ক বার্তা

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 21, 2025 - 19:38
 0  10
প্রতারক ও জালিয়াতচক্রের বিরুদ্ধে আলফাডাঙ্গা ইউএনও’র সতর্ক বার্তা

প্রতারক ও জালিয়াতচক্রের অপতৎপরতা সম্পর্কে আলফাডাঙ্গা উপজেলাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

সম্প্রতি কিছু প্রতারক নিজেদের সরকারি কর্মকর্তা কিংবা কর্মকর্তার স্ত্রী পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে - এমন অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে সোমবার (২১ জুলাই) নিজের ফেসবুক আইডি ‘ইউএনও আলফাডাঙ্গা ফরিদপুর’-এ এক সতর্কবার্তায় ইউএনও লেখেন,“একটি চক্র বিভিন্ন ব্যক্তি, কর্মকর্তা বা কর্মকর্তার স্পাউজ পরিচয়ে বিশেষ সুবিধা বা প্রলোভন দেখিয়ে টাকা দাবি করছে—এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই প্রতারক চক্র ও জালিয়াতির বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ করা হলো।”

বিষয়টি নিয়ে জানতে চাইলে ইউএনও রাসেল ইকবাল বলেন, “প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ইউএনও’র এই সতর্ক বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সচেতন মহল তাৎক্ষণিকভাবে উদ্যোগটির প্রশংসা জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow