কাজ করতে এসেছি, বদলি হতে নয় - ইউএনও মো. মেহেদী হাসান কাউছার

সাথোয়াইঅং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
Jul 21, 2025 - 19:27
 0  81
কাজ করতে এসেছি, বদলি হতে নয় - ইউএনও মো. মেহেদী হাসান কাউছার

“আমি কাজ করতে এসেছি, বদলি হতে আসিনি”— এ বক্তব্য দিয়ে দায়িত্ব পালনে দৃঢ় মনোভাব প্রকাশ করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান কাউছার।

সোমবার (২১ জুলাই) সকালে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নবাগত ইউএনও বলেন, “পার্বত্য এলাকা ভিন্ন প্রকৃতির হলেও আমি কাজ করার মানসিকতা নিয়ে এসেছি। এখানকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কীভাবে অবদান রাখা যায়— সেই লক্ষ্যেই কাজ করতে চাই। বিশেষ করে কৃষি, বাণিজ্য ও পর্যটন খাতে উন্নয়ন ঘটিয়ে মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করার প্রয়াস থাকবে। সরকারের নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করতেও আমি বদ্ধপরিকর।”

সভায় উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এহশানুল হক, রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়ালথাং লিয়ান বুইতিং, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. নাফিজ আলম, রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ মো. সাকের আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামাল আহমেদ, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা থুইয়ইচিং মারমা।

এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow