বিএনপি নেতা সাইফুল সর্দার হত্যায় গ্রেপ্তার ২

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Dec 27, 2025 - 20:45
 0  5
বিএনপি নেতা সাইফুল সর্দার হত্যায় গ্রেপ্তার ২
ছবি : সংগৃহিত

‎ফরিদপুরের আলফাডাঙ্গায় পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে বিএনপি নেতা সাইফুল সর্দার (৪৮) হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

‎শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত আসামি আইয়ুব মিয়া (৫৬) ও শফিকুল মিয়া (৩৪)-কে ফরিদপুর জেলা আদালতে সোপর্দ করা হয়।

‎এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে নিহত সাইফুল সর্দারের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

‎এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রাম গ্রামে নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফুল সর্দার। তিনি ওই গ্রামের হবি সর্দারের ছেলে এবং আলফাডাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

‎মামলার বিবরণে উল্লেখ করা হয়, গ্রাম্য বিরোধের জেরে  জুয়েল মিয়ার নেতৃত্বে একদল ব্যক্তি গভীর রাতে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রথমে সাইফুল সর্দারের ঘরে প্রবেশ করে এবং তাকে গুরুতরভাবে আহত করে পালিয়ে যায়।

‎হামলাকারীরা পরে পাশের ইসমাইল মোল্যার বাড়িতে গিয়ে তাকেও গুরুতর আহত করে। একই সময় এলাকায় অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

‎গুরুতর আহত অবস্থায় সাইফুল সর্দারকে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে আহত ইসমাইল মোল্যা বর্তমানে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্যমতে, তার অবস্থাও আশঙ্কাজনক।

‎এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন,পূর্ব বিরোধের জের ধরে সংঘটিত এই হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।

‎তিনি আরও জানান, এলাকায় শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow