রাণীনগর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন এবং মধ্যহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে।
এদিন রাণীনগর প্রেসক্লাবের নিজস্ব ভবনে অনুষ্ঠিত বার্ষিক সাধরাণ সভায় সভাপতিত্ব করেন রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ। সভায় বার্ষিক হিসাব দাখিল ও অনুমোদন করা হয়।
এছাড়া সদস্যদের মাসিক সঞ্চয়ের পরিমান ৫০টাকা থেকে বৃদ্ধি করে ১০০টাকা এবং সদস্যদের মৃত্যতে এককালিন ১০হাজার টাকা থেকে বৃদ্ধি করে ২০হাজার টাকা করার সিদ্ধান্ত গৃহিত হয়।
উক্ত সভায় গোলাম মোরশেদ পাপ্পু (দৈনিক বাংলাদেশ বার্তা), মো: রায়হানুল হক রায়হান (দৈনিক আজকালের কণ্ঠ) এবং মো: রায়হান (দৈনিক বাংলাদেশ সমাচার) প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্ত হওয়ার জন্য দাখিলকৃত আবেদন পর্যালোচনা করে তাদেরকে প্রাথমিক সদস্যপদ দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।
সভা শেষে মধ্যহ্নভোজ অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন,উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম,রাণীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: সাহাজুল ইসলাম,সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম ও মো: ওহেদুল ইসলাম মিলন,সহ-সভাপতি কাজী আনিছুর রহমান ও মামুনুর রশিদ,অর্থ সম্পাদক হারুনুর রশিদসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ