এনসিপি ছাড়লেন তাসনিম জারা

অনলাইন ডেস্কঃ
Dec 27, 2025 - 20:29
 0  4
এনসিপি ছাড়লেন তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) তিনি দল থেকে পদত্যাগ করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।

‎শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতির মাধ্যমে তাসনিম জারা জানান, বাস্তবিক প্রেক্ষাপট বিবেচনায় তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী না হয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন।

‎বিবৃতিতে নিজেকে ‘খিলগাঁওয়ের মেয়ে’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমার জন্ম ও বেড়ে ওঠা খিলগাঁওয়ে। স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকাবাসী ও দেশের সেবা করার। কিন্তু আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না, তাই আমার কোনো দলীয় অফিস বা সুসংগঠিত কর্মী বাহিনী থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা।’

‎তিনি আরও বলেন, ‘পরিস্থিতি যাই হোক, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার যে ওয়াদা আমি করেছিলাম, তা রক্ষায় আমি দৃঢ়প্রতিজ্ঞ। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা ও নিষ্ঠার প্রতি আপনারা যদি সমর্থন দেন, তবেই আমি সেবা করার সুযোগ পাবো।’

‎নির্বাচনী বিধি অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে সংশ্লিষ্ট আসনের ১ শতাংশ ভোটারের সমর্থন প্রয়োজন। সে হিসেবে ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন হবে তাসনিম জারার। আগামীকাল রবিবার (২৮ ডিসেম্বর) থেকে তিনি এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করবেন এবং এ কাজে ভোটারদের সহযোগিতা কামনা করেছেন।

‎দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করতে যাচ্ছে এনসিপি। দলের এই সিদ্ধান্তের কারণে তাসনিম জারা সহ কয়েকজন নারী প্রার্থী অসন্তুষ্ট ছিলেন। এই জোটের বিরোধিতা করেই মূলত তিনি দল ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

‎এদিকে, তাসনিম জারার স্বামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহও দল থেকে পদত্যাগ করতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow