রাণীনগরে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Aug 5, 2025 - 19:42
 0  6
রাণীনগরে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

২৪-এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নওগাঁর রাণীনগরে গণমিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।

বিকেল ৪টায় উপজেলা সদরের রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সদস্য ও সমর্থকরা অংশ নেন।

পরে সদর বাজারের চৌরাস্তার মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের মনোনীত প্রার্থী খবিরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন ও সেক্রেটারি শামিনুর ইসলাম শামীম প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow