রাণীনগরের তিন কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
May 26, 2025 - 18:50
 0  34
রাণীনগরের তিন কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা

নওগাঁর রাণীনগর উপজেলার তিনটি কলেজে ছাত্রদলের কলেজ শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২৫ মে) রাতে কেন্দ্রীয়ভাবে এই তিন কলেজ শাখার কমিটি প্রকাশ করে জাতীয়তাবাদী ছাত্রদল। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল।

জানা গেছে, গত ৪ মে কেন্দ্রীয় টিম–১৬, নওগাঁ জেলা ছাত্রদল এবং রাণীনগর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ একসঙ্গে রাণীনগরের তিনটি কলেজ—রাণীনগর শের-এ-বাংলা সরকারি মহাবিদ্যালয়, রাণীনগর মহিলা ডিগ্রি কলেজ এবং আবাদপুকুর কলেজে ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে যাচাই-বাছাই করেন। পরবর্তীতে গত ২০ মে একযোগে নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির এবং সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা তিনটি কলেজ শাখার কমিটিগুলো অনুমোদন দেন।

রাণীনগর শের-এ-বাংলা সরকারি মহাবিদ্যালয় শাখায় ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক হয়েছেন শিহাব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আব্দুল মমিনকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সোহান শেখ, সহ-সভাপতি আইউব হোসেন ও লিমন, সিনিয়র যুগ্ম সম্পাদক নাইম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, নাদিম ও শিমুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল মমিন, প্রচার সম্পাদক জান্নাতুন নাইম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ মণ্ডল, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তৌফিক আহমেদ এবং যোগাযোগ বিষয়ক সম্পাদক মিলন খান।

রাণীনগর মহিলা ডিগ্রি কলেজ শাখায় ৮ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন সুরাইয়া আক্তার, সাধারণ সম্পাদক আসফিকা জান্নাতুন এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে হাসি আক্তারকে। বাকি সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি কুমারী পূজা রানী, সহ-সভাপতি নুসরাত আক্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক মোছা: বর্ষা, দপ্তর সম্পাদক সুমাইয়া আক্তার এবং প্রচার সম্পাদক জেরিন আক্তার জুই।

আবাদপুকুর কলেজ শাখায় ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন তৌফিক হোসেন, সাধারণ সম্পাদক সুরাইয়া খাতুন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইমরান হোসেন। এ কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মেফতাহুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম সম্পাদক শিহাব ইসলাম।

তিনটি কলেজ শাখার আংশিক কমিটি প্রকাশের পাশাপাশি কেন্দ্রীয় ছাত্রদল থেকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow