নওগাঁর আত্রাইয়ে পাঁচুপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
May 26, 2025 - 18:53
 0  2
নওগাঁর আত্রাইয়ে পাঁচুপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৬ মে) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সভায় এ বাজেট ঘোষণা করা হয়। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা মোঃ জহুরুল ইসলামের সঞ্চালনায় এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে ১৭ লাখ ৯১ হাজার ৬১৫ টাকা এবং উন্নয়ন খাতে ১ কোটি ২৫ লাখ ৫৫ হাজার ৭৬১ টাকার ব্যয় নির্ধারণ করা হয়েছে।

বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল্লাহ আল গালিব, পাঁচুপুর ইউনিয়নের জামায়াত আমির মোঃ আবু শাহীন, ইউনিয়ন ডিজিটাল সেবা কেন্দ্রের উদ্যোক্তা মোঃ এরশাদ আলী, ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাজেট সভায় স্থানীয় জনগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। জনসাধারণের মতামত ও প্রয়োজন বিবেচনায় রেখে আগামী অর্থ বছরে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow