নোয়াখালী জেলা বিএনপির সব পর্যায়ের কমিটি বিলুপ্ত, তিন মাসে গঠিত হবে নতুন কমিটি

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
May 26, 2025 - 18:38
 0  3
নোয়াখালী জেলা বিএনপির সব পর্যায়ের কমিটি বিলুপ্ত, তিন মাসে গঠিত হবে নতুন কমিটি

নোয়াখালী জেলা বিএনপির আওতাধীন সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (২৬ মে) দুপুরে জেলা শহর মাইজদীর চেন্নাই রেঁস্তোরায় আয়োজিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বিলুপ্ত ঘোষিত কমিটিগুলোর স্থলে আগামী তিন মাসের মধ্যে জেলা কমিটির অধীন নয়টি উপজেলা ও নয়টি পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করা হবে। প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ১০০ জন সদস্য নির্বাচন করা হবে, যাঁদের ভোটে ওয়ার্ড পর্যায়ের নেতৃত্ব নির্বাচিত হবেন।

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া বলেন, “গঠনতান্ত্রিক ধারায় গণতান্ত্রিকভাবে নতুন নেতৃত্ব তৈরির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় বড় ধরনের কর্মিসভা আয়োজনের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে।”

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মো. হারুনুর রশীদ আজাদ। বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ হারুন, জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো. হেলাল, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি এ জেড এম গোলাম হায়দার বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য এডভোকেট আব্দুর রহমান এবং সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow