চার দফা দাবিতে ফরিদপুরে স্বাস্থ্য সহকারীদের পূর্ণাঙ্গ শাটডাউন

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 4, 2025 - 15:40
 0  3
চার দফা দাবিতে ফরিদপুরে স্বাস্থ্য সহকারীদের পূর্ণাঙ্গ শাটডাউন

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, ফরিদপুর সদর উপজেলা শাখা পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি পালন করেছে। শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ফরিদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অ্যাসোসিয়েশনের ফরিদপুর সদর উপজেলা শাখার সভাপতি মোল্লা হেদায়েত হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হিমাংশু মজুমদার, সদর উপজেলার ইনচার্জ এম শামীম আজাদ, স্বাস্থ্য পরিদর্শক জান্নাতুল ফেরদৌস, জেসমিন নাহার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক করুনা রানী এবং মোসাম্মৎ রুবিয়া বেগম।

এ সময় বক্তারা অবিলম্বে চার দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর আবেদন জানান। দাবি মানা না হলে আগামী দিনে আরও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow