ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Jul 13, 2025 - 22:20
Jul 13, 2025 - 22:22
 0  8
ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে পাথর মেরে নির্মমভাবে হত্যা করা হয়েছে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে চাঁদপুরে মাওলানা আ.ন.ম. নুরুর রহমান মাদানীর ওপর মসজিদের ভেতরে হামলার ঘটনাতেও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

রবিবার (১৩ জুলাই) বিকালে ‘আলফাডাঙ্গা সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি আলফাডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাজার চৌরাস্তায় গিয়ে এক প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।

বিক্ষোভকারীরা ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘যে হাত চাঁদা তোলে, সে হাত ভেঙে দাও’, ‘সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে।

সমাবেশে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা কওমি ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি মো. সিরাজুল ইসলাম, পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা তামীম আহমেদ মিলন, আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি কুতুবউদ্দিন ফরিদী, মাওলানা রিদওয়াননুন নবী, মাওলানা আমিনুল্লাহ, মুফতি আহসান উল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, সোহাগকে যেভাবে প্রকাশ্যে পাথর দিয়ে হত্যা করা হয়েছে, তা সমাজের জন্য এক ভয়াবহ বার্তা। অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, “আমরা আর কোনো মায়ের কোল খালি হতে দিতে চাই না। ভবিষ্যতে যেন এমন জঘন্য হত্যাকাণ্ড আর না ঘটে, সে জন্য সরকারের দৃষ্টি ও কঠোর পদক্ষেপ প্রয়োজন।”

চাঁদপুরে মাওলানা নুরুর রহমান মাদানীর ওপর হামলার বিষয়ে বক্তারা বলেন, “মসজিদের ভেতরে একজন আলেমের ওপর হামলা করা ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত। এ ধরনের উগ্রপন্থীদের কোনোভাবেই বাংলাদেশে স্থান দেওয়া যাবে না। আমরা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলফাডাঙ্গা উপজেলা শাখার সেক্রেটারি এসএম হাফিজুর রহমান, মাওলানা আবুল হাসান, মাওলানা জুবায়েত, মাওলানা শরিফুল ইসলাম, মুফতি ইবাদত হোসেন, মুফতি ইলিয়াস হোসেন, মুফতি আহসান উল্লাহ, মো. হিলালউদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আলফাডাঙ্গা উপজেলা সহসভাপতি মোহাম্মদ হাদী জসীমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষক, ধর্মীয় প্রতিষ্ঠানের ছাত্র এবং নানা পেশার মানুষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow