গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কাপ্তাইয়ে জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Aug 5, 2025 - 19:45
 0  3
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কাপ্তাইয়ে জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল

রাঙামাটির কাপ্তাইয়ে জামায়াতে ইসলামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ৩৬ জুলাই ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য গণমিছিল করেছে। শত শত নেতাকর্মীর উপস্থিতিতে আয়োজিত এই গণজমায়েত ছিল স্মরণকালের বৃহত্তম। দাঁড়িপাল্লার স্লোগানে মুখরিত মিছিলে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস ও উদ্দীপনা।

বিকেল সাড়ে ৪টায় উপজেলা সদরের চত্বর থেকে বিশাল এই মিছিল শুরু হয়ে বড়ইছড়ি বাজার প্রদক্ষিণ করে উপজেলা ফটকে এসে শেষ হয়।

উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুর জামালের সঞ্চালনায় গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আমির হারুনুর রশিদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘যে ঐক্যের ফলে স্বৈরাচার দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, সেই ঐক্য অটুট রাখতে হবে— যাতে তারা আর ফিরে আসতে না পারে। জুলুম-বৈষম্যের বিরুদ্ধে সচেতন ছাত্র-জনতা জীবন বিলিয়ে দিয়েছে। ১ হাজার ৬০০-র অধিক ছাত্র-জনতার জীবনের বিনিময়ে অর্জিত ফ্যাসিবাদমুক্ত এই স্বাধীন দেশে আর কোনো জুলুম, নব্য ফ্যাসিবাদ, দুর্নীতি ও টেন্ডারবাজি সাধারণ জনগণ মেনে নেবে না।’

স্বাগত বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের চন্দ্রঘোনা শাখার সভাপতি শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলার নায়েবে আমির মাওলানা লোকমান হোসেন, উপজেলা সেক্রেটারি সিরাজুল ইসলাম, চন্দ্রঘোনা সেক্রেটারি মাওলানা কামরুল হাসান, জামায়াত নেতা সফিকুল আলম, আমীর হোসাইন, চন্দ্রঘোনা জামায়াতের আবু তাহের, শ্রমিক কল্যাণ সভাপতি সোলায়মান ও কাপ্তাই ছাত্রশিবির সভাপতি সৈয়দ মো. তানভির প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow