দেশে খাদ্য সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: আলী ইমাম মজুমদার

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
May 10, 2025 - 17:49
 0  10
দেশে খাদ্য সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: আলী ইমাম মজুমদার

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশের খাদ্য মজুত যথেষ্ট পরিমাণে রয়েছে এবং এ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার আগে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা নিয়ে কিছু সংশয় ছিল। তবে বর্তমানে বাংলাদেশ প্রায় ৩০ লাখ টন চালের চাহিদা পূরণ করতে সক্ষম।

শনিবার (১০ মে) সকাল সাড়ে ১১টায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের রেস্ট হাউস বিদ্যুৎ ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সফি-উল আলম, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান ও রাঙ্গামাটি জেলা খাদ্য নিয়ন্ত্রক সুগতি চাকমা।

আলী ইমাম মজুমদার আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে ধানের উৎপাদন ভালো হয়েছে। রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের কিছু অংশে বাম্পার ফলন হয়েছে। ফলে সামনের দিনগুলোতে খাদ্য সংকটের আশঙ্কা কম।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের মানুষ সকালের বেলায় ভাতের পরিবর্তে গমের রুটি খাচ্ছে। দেশে বছরে ১০ লাখ মেট্রিক টন গম উৎপাদন হলেও আরও ৬০ লাখ টন গম আমদানি করতে হয়। তাই গম আমদানি প্রক্রিয়ায় গুরুত্বারোপ করা হচ্ছে।

সভা শেষে তিনি কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত কাপ্তাই খাদ্য গুদাম পরিদর্শন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow