রাণীনগরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ভান্ডারগ্রামের গিয়াস উদ্দিন মন্ডলের ছেলে সাজেদুর রহমান সাজু (৫৩), তিনি পারইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এছাড়া, সদরের পশ্চিম বালুভরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাহিম (৩২), সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক এবং গহেলাপুর গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে জহরুল ইসলাম জিপু (৩৩), বড়গাছা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাজেদুর রহমান সাজু, রাহিম ও জিপুকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত তিনজন উপজেলার বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্তপ্রাপ্ত আসামি।
শনিবার (১০ মে) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
What's Your Reaction?






