জাতীয় মহাসমাবেশ সফল করতে আত্রাইয়ে জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি ও শান্তিপূর্ণ সমাবেশ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Jul 17, 2025 - 15:51
 0  1
জাতীয় মহাসমাবেশ সফল করতে আত্রাইয়ে জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি ও শান্তিপূর্ণ সমাবেশ

জাতীয় মহাসমাবেশ সফল করার আহ্বানে নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৫টায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব মো. খবিরুল ইসলাম।

তিনি বলেন, “এই সমাবেশ শান্তি ও সংহতির বার্তা দেয়। আসন্ন জাতীয় মহাসমাবেশে জনগণের সম্পৃক্ততা ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। জাতীয় মহাসমাবেশের সফলতার মধ্য দিয়েই জনগণের জাগরণ সূচিত হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন আত্রাই উপজেলা জামায়াতের আমীর মো. আসাদুল্লাহ আল গালিব, নায়েব আমীর মো. ওসমান গণি, সেক্রেটারি মো. তোজাম্মেল হক, পাঁচুপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. শাহিন আহমেদ ও উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. মতিউর রহমান।

র‌্যালি ও সমাবেশে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। বক্তারা জাতীয় মহাসমাবেশে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উদাত্ত আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow