ফরিদপুরে বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১২টায় বাজুস ফরিদপুর কার্যালয়ে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি নন্দকুমার বড়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কোষাধ্যক্ষ বিষ্ণুপদ পাল।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাজুসের স্বচ্ছ নীতিমালার ফলে দেশের স্বর্ণ ব্যবসায় ইতিবাচক পরিবর্তন এসেছে। ব্যবসায়ীরা মানসম্পন্ন গহনা বিক্রি করতে পারছেন, ফলে ক্রেতারা প্রতারণার শিকার না হয়ে নির্ভরযোগ্য পণ্য পাচ্ছেন। এতে ক্রেতা-বিক্রেতার সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে।
বক্তারা বাজুসের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে বাজুসের নির্বাহী কমিটির সদস্যসহ জেলার স্বর্ণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






