রাণীনগরের সাংবাদিক বাবলু কর্মকার আর নেই

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Sep 2, 2025 - 21:23
 0  1
রাণীনগরের সাংবাদিক বাবলু কর্মকার আর নেই

নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার শ্রীদাম কর্মকার বাবলু আর নেই। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বাবলু কর্মকার। মঙ্গলবার বিকেলে স্থানীয় শ্মশানে তাঁর দাহক্রিয়া সম্পন্ন করা হয়।

২০০৪ সাল থেকে তিনি রাণীনগর উপজেলা প্রতিনিধি হিসেবে বিভিন্ন পত্রিকায় দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৮ সাল থেকে তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক চাঁদনী বাজার পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। বাবলু কর্মকার উপজেলার একডালা ইউনিয়নের স্থল গ্রামের মৃত শ্রীমন্ত কর্মকারের ছেলে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাণীনগর প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি হারুনূর রশিদ, সহসভাপতি কাজী আনিছুর রহমান, সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, সাবেক সভাপতি এস এম সাইফুল ইসলাম ও মো. ওহেদুল ইসলাম মিলন, সাবেক সাধারণ সম্পাদক শাহরুখ হোসেন আহাদসহ সকল সদস্য শোকবার্তা দেন।

এছাড়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা ইবনে আব্বাস, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এচাহক আলী ও সাধারণ সম্পাদক মোসারব হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow