সদরপুর উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে, ঢাক-ঢোলের বাদ্য আর দর্শকের মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে ফরিদপুরের সদরপুরে পর্দা উঠলো "উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫"-এর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে সদরপুর স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা।
সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে উপজেলার নয়টি ইউনিয়নের ফুটবল দল অংশগ্রহণ করছে। চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় ইউনিয়নগুলোর মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই চলবে, যা স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক সদরপুর ইউনিয়ন পরিষদ একাদশ ও চরনাসিরপুর ইউনিয়ন পরিষদ একাদশ। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দিয়ে সদরপুর ইউনিয়ন একাদশ প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে। খেলার পুরোটা সময় জুড়ে আধিপত্য বিস্তার করে তারা ৫-০ গোলের এক বিশাল ব্যবধানে জয় তুলে নেয় এবং টুর্নামেন্টে শুভ সূচনা করে।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা। তিনি বলেন, "তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতেই আমাদের এই আয়োজন। এই টুর্নামেন্ট উপজেলার ইউনিয়নগুলোর মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মুমিনুর রহমান সরকার, উপজেলা প্রকৌশলী আব্দুল মোমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায় এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন।
এছাড়াও সদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জাফর, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) পারভিন আক্তার সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে টুর্নামেন্টের সাফল্য কামনা করেন। পুরো স্টেডিয়াম জুড়ে ছিল ক্রীড়ামোদী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।
What's Your Reaction?






