ফরিদপুরের ভাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধে দুই নারী আহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই নারীকে মারধর করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। আহতরা হলেন - সিরাজুল শেখের স্ত্রী ববিতা আক্তার (৩৭) ও নজরুল ইসলামের স্ত্রী পলি বেগম (৩০)। বর্তমানে তারা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের স্বজনরা ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, একই গ্রামের প্রতিবেশী লুৎফর শেখ গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল সিরাজুল শেখের পরিবারের। বুধবার সকালে বাড়ির সীমানা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে লুৎফর শেখ, স্বপন শেখ, রিপন শেখ, হালিম শেখসহ ছয়-সাতজন সংঘবদ্ধভাবে সিরাজুল শেখের বাড়িতে হামলা চালায়। এতে ওই দুই নারীকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে তারা।
ভুক্তভোগী সিরাজুল শেখ জানান, “আমি গরিব মানুষ। আমাদের প্রতিবেশীরা প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন ধরে আমাদের জমি জোরপূর্বক দখল করে নিচ্ছে। আজ আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা হামলা চালায়।”
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?






