নওগাঁর রাণীনগরে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Dec 10, 2025 - 17:55
 0  7
নওগাঁর রাণীনগরে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় রাণীনগর বায়তুল হিকমাহ্ একাডেমী প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে একাডেমী কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে একাডেমীর পরিচালক মোস্তফা ইবনে আব্বাসের সার্বিক ব্যবস্থাপনায় এবং একাডেমীর সভাপতি খন্দকার ডা. আনজির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন রাণীনগর আল-আমিন দাখিল মাদ্রাসার সুপার মো. শরীফ উদ্দীন মাযহারী, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, একাডেমীর শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশে প্রধান অতিথি মাত্র এক বছরে একাডেমীর অর্জিত সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতেও এই সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ঐচ্ছিক ফান্ড থেকে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আবেদনের প্রেক্ষিতে বহুতল ভবন নির্মাণের সময় দুইতলা থেকে পড়ে গুরুতর আহত নির্মাণশ্রমিক আলী হোসেনের স্ত্রীর হাতে আর্থিক সহায়তা হিসেবে ১০ হাজার টাকার চেক তুলে দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow