আলফাডাঙ্গায় চতুর্থবারের মানববন্ধনে শিশু জায়ান হত্যার বিচার দাবিতে আবারও পথে মানুষ

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Dec 10, 2025 - 18:35
 0  16
আলফাডাঙ্গায় চতুর্থবারের মানববন্ধনে শিশু জায়ান হত্যার বিচার দাবিতে আবারও পথে মানুষ

মাত্র সাত বছরের শিশু জায়ানের নৃশংস হত্যা ফরিদপুরের  আলফাডাঙ্গার মানুষ আজও ভুলতে পারেনি। সেই বেদনা ও ক্ষোভ থেকেই চতুর্থবারের মতো বিভিন্ন শ্রেণির পেশার মানুষ আবারও রাস্তায় নেমে আসে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে ঘণ্টাব্যাপী আলফাডাঙ্গা উপজেলার বানা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে অংশ নেন স্কুল, কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সবার হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড জায়ানের হত্যার বিচার চাই,দোষীদের দ্রুত গ্রেফতার করুন,শিশুর নিরাপত্তা নিশ্চিত হোক,এসব স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বক্তারা বলেন,একটি সাত বছরের শিশুকে যারা নিষ্ঠুরভাবে হত্যা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এটি শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের নিরাপত্তা ও ন্যায়বোধের প্রশ্ন।

স্থানীয়রা অভিযোগ করেন, ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সব আসামী গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে। তারা জানান, বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

শিশু জায়ান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সুজন বিশ্বাস  বলেন,এটি অত্যন্ত সংবেদনশীল মামলা। পুলিশ ঘটনার পর থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি অগ্রগতি হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারে আলফাডাঙ্গা থানার আমাদের টিম মাঠে কাজ করছে। কেউই আইনের বাইরে থাকতে পারবে না।

আলফাডাঙ্গা থানার নবযোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন,আমি সদ্য ওসি হিসেবে দায়িত্ব নিয়েছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানি না। এ বিষয়ে তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দিচ্ছি।

মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ আশা প্রকাশ করেন,জায়ানের হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার যেন বাস্তবায়ন হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow