অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছাড়লেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

অনলাইন ডেস্কঃ
Dec 10, 2025 - 18:53
 0  8
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছাড়লেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দুই ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। আজ বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি প্রথম আলোর কাছে নিশ্চিত করেছে।

পদত্যাগী এই দুই উপদেষ্টা সরকারের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এতদিন প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদে মোট সদস্য ছিলেন ২৩ জন। এই দুজন ছাত্র প্রতিনিধির পদত্যাগের ফলে বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কমে দাঁড়াল ২১ জনে।

আসিফ মাহমুদের নির্বাচন করার ইঙ্গিত

পদত্যাগের বিষয়ে এর আগে আসিফ মাহমুদ ইঙ্গিত দিয়ে জানিয়েছিলেন যে তিনি আসন্ন নির্বাচনে অংশ নেবেন। তবে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে বলেও তিনি সেসময় উল্লেখ করেছিলেন।

দায়িত্ব ও পূর্বের ইতিহাস

উপদেষ্টা হিসেবে তাঁদের নিয়োগ ও দায়িত্বেও পরিবর্তন এসেছিল। মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে গত বছরের ২৮ আগস্ট নিয়োগ পান। পরে ১০ নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নিলেও সেসময় তাঁকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। আরেক ছাত্র প্রতিনিধি মো. নাহিদ ইসলামের পদত্যাগের পর তাঁকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। উল্লেখ্য, নাহিদ ইসলাম গত ২৫ ফেব্রুয়ারি পদত্যাগ করে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গঠিত ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’ আহ্বায়ক হন।

অন্যদিকে, আসিফ মাহমুদ শুরুতে শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এরপর গত বছরের নভেম্বরে প্রয়াত এ এফ হাসান আরিফের স্থলাভিষিক্ত হয়ে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। তখন থেকে তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া—এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে আসছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow