খোকসায় গুলি ও কুপিয়ে যুবককে হত্যার চেষ্টা

খোকসা প্রতিনিধি, কুষ্টিয়াঃ
Dec 10, 2025 - 22:10
 0  8
খোকসায় গুলি ও কুপিয়ে যুবককে হত্যার চেষ্টা

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাপ্পু বিশ্বাস (৩৫) নামের এক যুবককে গুলি ও ধারালো অস্ত্রে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে জিকে খালের কাজী’র ব্রিজের ৩০ গজ উত্তরে একটি চায়ের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত পাপ্পু বিশ্বাস ওসমানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ওয়াজেদ আলীর ছেলে। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, বিকেলে মোটরসাইকেলযোগে উপজেলা সদরের ভাড়া বাসায় ফিরছিলেন পাপ্পু। পথিমধ্যে প্রতিপক্ষের একটি দল তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা ধারালো অস্ত্রে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন।

পাপ্পুর বাবা ওয়াজেদ আলী জানান, সন্ত্রাসীরা তাঁর ছেলের ওপর ৫–৬ রাউন্ড গুলি চালায়। একটি গুলি হাঁটুর মধ্যে রয়ে গেছে। পাশাপাশি দুই হাত, পেট ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম বলেন, আহত পাপ্পুকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে এবং এখানেই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন জানান, গুলিবিদ্ধের খবর পাওয়ার পর পুলিশ ওসমানপুর এলাকায় বড় ধরনের অভিযান চালাচ্ছে। তবে এখনো কোনো মামলা হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow