কুকসুর গঠনতন্ত্র যাচাইয়ে ইউজিসির ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
Dec 10, 2025 - 22:20
 0  8
কুকসুর গঠনতন্ত্র যাচাইয়ে ইউজিসির ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) গঠনতন্ত্রের খসড়া যাচাইয়ের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) লিগ্যাল শাখা ৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। এই কমিটি গঠনতন্ত্রের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে অনুমোদনের জন্য তা চ্যান্সেলর বা রাষ্ট্রপতির নিকট প্রেরণ করবে।

বুধবার (১০ ডিসেম্বর) ইউজিসির লিগ্যাল শাখার যুগ্ম সচিব মাফরোজা পারভীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন, ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, অর্থ, হিসাব ও বাজেট বিভাগের পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার, উপসচিব (লিগ্যাল) রোজিনা খান এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম । কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ইউজিসির সরকারি সচিব (লিগ্যাল) মোহাম্মদ শোয়াইব।

অফিস আদেশে জানানো হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) কর্তৃক স্বাক্ষরিত ১৬/১১/২০২৫ তারিখের পত্রের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ‘কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা, ২০২৫’-এর খসড়া পরীক্ষান্তে অনুমোদনের জন্য মহামান্য চ্যান্সেলরের নিকট পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির কার্যপরিধি হিসেবে জরুরি ভিত্তিতে গঠনতন্ত্রের খসড়া পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে অনুমোদনের জন্য তা মহামান্য চ্যান্সেলরের নিকট প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ইউজিসি লিগ্যাল টিম ইতোমধ্যে কমিটি গঠন করেছে। বিশ্ববিদ্যালয়ের থেকে আইন বিভাগের একজন শিক্ষক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কমিটিতে থাকবেন। আশা করছি যথা সময়ে কাজ শেষ করবেন।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow