শরীয়তপুর স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নুরে আলম-মোক্তার

আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
Sep 19, 2025 - 23:29
 0  10
শরীয়তপুর স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নুরে আলম-মোক্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শরীয়তপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আগামী এক বছরের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী নুরে আলমকে সভাপতি এবং মো. মোক্তার হোসাইনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। তারা দু'জনেই বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শুক্রবার(১৯ সেপ্টেম্বর) সংগঠনের সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি মেরিনা আক্তার, সহ-সাধারণ সম্পাদক শিশির আহমেদ সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ,  উপ-যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আজম, সাংগঠনিক সম্পাদক সুমন মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক তানিয়া শেখ, অর্থ বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা, উপ-অর্থ বিষয়ক সম্পাদক সৈকত হাসান জয়, প্রচার সম্পাদক মো. সুমন আহমেদ, উপ-প্রচার সম্পাদক মো. শান্ত, দপ্তর সম্পাদক নাজমুল হোসেন হৃদয়, উপ-দপ্তর সম্পাদক সৈয়দ রাসেল, শিক্ষা বিষয়ক সম্পাদক রিমা, উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সাকিব আল হাসান, ইসমত আরা মিমি, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক রেজওয়ানুল আমিন সিয়াম, উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক হাসান। 

এছাড়াও মো. আবু হানিফ, হামিদুর রহমান রবিন, মনিরা ইসলাম, উম্মে খাদিজা মিম, মো. জোনায়েদ,
সানজিল ও সাজিদ প্রমুখ কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow