কাপ্তাইয়ে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Nov 5, 2025 - 22:55
 0  4
কাপ্তাইয়ে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাঙামাটির কাপ্তাই উপজেলায় স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় কাপ্তাইয়ের শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইসে ক্রীড়ামোদী জনগণ, সাবেক ও বর্তমান খেলোয়াড়দের ব্যানারে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ‘কাপ্তাই বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটি’র আহ্বায়ক দিলদার হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “সরকার পার্বত্য চট্টগ্রামে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র স্থাপনের যে মহৎ উদ্যোগ নিয়েছে, একটি কুচক্রী মহল তা বানচাল করার পাঁয়তারা করছে। খেলাধুলার ক্ষেত্রে রাঙামাটির কাপ্তাইয়ের সুনাম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত। বহু কাপ্তাইয়ের সন্তান দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্বের সঙ্গে খেলেছেন। রাঙামাটির মারী স্টেডিয়াম যার নামে করা হয়েছে, তিনিও কাপ্তাইয়ের সন্তান। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়—একটি গোষ্ঠী কাপ্তাইয়ে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে বাধা দিতে সক্রিয়।”

তিনি আরও বলেন, “সরকার ইতোমধ্যেই কাপ্তাই উপজেলায় বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র স্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি—এই সিদ্ধান্ত যেন দ্রুত বাস্তবায়িত হয় এবং কাপ্তাই উপজেলাতেই বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়।”

এ সময় উপস্থিত ছিলেন সাবেক কৃতি খেলোয়াড় ও কাপ্তাই বিএন স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, মিডিয়া ব্যক্তিত্ব ও কৃতি খেলোয়াড় আনিছুর রহমান, রেফারি ও ক্রীড়া শিক্ষক মাহাবুব হাসান বাবু, ক্রীড়া সংগঠক আব্দুল কাদের, সাবেক ইউপি সদস্য একরাম হোসেন, শিলছড়ি দি রয়েল ক্লাবের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, সাবেক কৃতি খেলোয়াড় মো. জাকির হোসেন, যুব সংগঠক মো. ইব্রাহিম, মোহাম্মদ মাসুদ ও ইউসুফসহ আরও অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow