কাপ্তাই জাতীয় উদ্যানে ৮ ফুট দীর্ঘ অজগর সাপ অবমুক্ত

রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের সীতাপাহাড়ের গহীন অরণ্যে ৮ ফুট দীর্ঘ একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটির ওজন প্রায় সাড়ে ৬ কেজি বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবু কাওসার বাপ্পি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এসিএফ ওমর ফারুক বাপ্পি, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন, রামপাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদারসহ বন বিভাগের একদল কর্মী সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের সীতাপাহাড় এলাকায় অবমুক্ত করেন। এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি Wildlife and Snake Rescue Team in Bangladesh (WSRTBD)-এর সদস্যরাও উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে রাঙ্গামাটি সদর উপজেলার একটি বাসাবাড়ি থেকে অজগর সাপটিকে উদ্ধার করে WSRTBD-এর রেসকিউ টিম। পরে সেটি কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
অজগর অবমুক্তকরণ শেষে এসিএফ আবু কাওসার বাপ্পি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি। মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখতে বন ও বন্যপ্রাণী রক্ষা করতে হবে। তাই সবাইকে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানাই।”
রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের উদ্যোগ স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
What's Your Reaction?






