আশুলিয়ায় ট্রেড ইউনিয়ন নেতাদের মানববন্ধন

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Sep 19, 2025 - 19:28
 0  5
আশুলিয়ায় ট্রেড ইউনিয়ন নেতাদের মানববন্ধন

আশুলিয়ায় ট্রেড ইউনিয়ন নেতাদের বে-আইনি চাকরিচ্যুতি বন্ধ ও গার্মেন্টস শিল্প রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন থেকে বহিষ্কৃত ফরিদুল ইসলামের সহযোগিতায় কিছু শিল্পবিরোধী কুচক্রী মহল মালিকদের সঙ্গে যোগসাজশ করে পরিকল্পিতভাবে ইউনিয়ন নেতাদের চাকরিচ্যুত করছে। এ ধরনের কর্মকাণ্ড শ্রম আইনের চরম লঙ্ঘন এবং গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার ঘৃণ্য প্রচেষ্টা বলেও মন্তব্য করেন তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আশুলিয়া থানা কমিটির সভাপতি শাহিন আলম সরকার। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এ ছাড়া কেন্দ্রীয় নেতা মিসেস জেসমিন আক্তার, কবির হোসেন ও মিসেস আলেয়া বেগম বক্তব্য দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আব্দুল হালিম, নাজমুল হোসেন, ছালেক, রইদুল ইসলাম, মিসেস শোভা আক্তার, আনোয়ার হোসেন, মিসেস পাতা পারভীন, খোরশেদ আলম, মিসেস আলেয়া আক্তার, মিসেস তানিয়া আক্তার, আব্দুল বাকী ও মোকারম হোসেনসহ অনেকে।

বক্তারা বলেন, গার্মেন্টস শিল্প দেশের রপ্তানি আয়ের প্রধান চালিকাশক্তি। এ শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে দেশের অর্থনীতি ও কোটি শ্রমিক পরিবারের জীবিকার বিরুদ্ধে ষড়যন্ত্র। তারা অবিলম্বে ট্রেড ইউনিয়ন নেতাদের বে-আইনি চাকরিচ্যুতি বন্ধের পাশাপাশি ষড়যন্ত্রকারী ফরিদুল ইসলাম ও বিগত স্বৈরাচারী সরকারের সুফলভোগীদের গ্রেপ্তার করে শিল্প রক্ষার দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow