ঢাকা জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্যে পুলিশ সুপার বলেন, মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে। তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে ঢাকা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাবে।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা তুলে ধরতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন ইউনিটের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। মর্যাদাপূর্ণ ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
What's Your Reaction?
মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ