দেশজুড়ে পালিত আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস
কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত
রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি):
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, ইন্সট্রাক্টর রিনা চাকমাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। প্রবাসীদের অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তারা আরও বলেন, প্রবাসীদের অবহেলা ও হয়রানি বন্ধ করে তাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
সভা থেকে অবৈধ পথে বিদেশ গমন পরিহার করে দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ পথে বিদেশে গিয়ে দেশের জন্য রেমিট্যান্স বৃদ্ধি ও সুনাম অর্জনের আহ্বান জানানো হয়।
সদরপুরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর):
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স নিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে এবং প্রকল্প কর্মকর্তা নুরুন্নাহার বেগমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন, কৃষি কর্মকর্তা নীটুল রায়, ব্র্যাক মাইগ্রেশনের মামুনুর রশীদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রশিক্ষণ নিয়ে বৈধ পথে বিদেশ গেলে প্রবাসীরা দেশের অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখতে পারবেন। দালালের মাধ্যমে অবৈধভাবে বিদেশ গমন জীবনঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি সবাইকে প্রশিক্ষণ গ্রহণ করে নিরাপদ অভিবাসনের আহ্বান জানান। তিনি সদরপুরে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের পরিকল্পনার কথাও জানান।
আলফাডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর):
আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আলফাডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), কামারগ্রাম প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টিটিসি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন টিটিসির অধ্যক্ষ শাহিনুর ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান।
বক্তারা বলেন, বিদেশে যাওয়ার আগে ভিসা, চুক্তিপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা অত্যন্ত জরুরি। পাশাপাশি বৈধ চ্যানেলে আর্থিক লেনদেন, গন্তব্য দেশের আইন-কানুন সম্পর্কে ধারণা এবং দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।
চরভদ্রাসনে জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন
আসলাম বেপারী, চরভদ্রাসন (ফরিদপুর):
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিনি কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসনের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ আরও বৃদ্ধি সম্ভব, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।
রাণীনগরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ):
নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাণীনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শেহাবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।
বক্তারা বলেন, বিদেশ যাওয়ার আগে নিজ নিজ পেশায় দক্ষতা অর্জন করলে প্রবাসীরা যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হবেন, তেমনি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। সভা শেষে তিনজন রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা উপহার প্রদান করা হয়।
What's Your Reaction?
সারাদেশ রিপোর্টঃ