ওসমান হাদির হলে ‘পুরো বাংলাদেশ অচল’ করার ডাক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় পরিবারের সম্মতিক্রমে তাকে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে অপারেশনের জন্য নেওয়া হচ্ছে। আজ বিকেলে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক বিস্ফোরক বার্তায় এই তথ্য জানানো হয়, যেখানে তার মৃত্যু হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
ফেসবুক পোস্টে জানানো হয়, ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে তার জটিল অপারেশনের অনুমতি দেওয়া হয়েছে। এই কঠিন সময়ে দেশবাসীর কাছে তার হায়াত ও সুস্থতার জন্য বিশেষ দোয়া চাওয়া হয়েছে।
শাহবাগ অবরোধ ও পুরো বাংলাদেশ অচল করার ডাক
পোস্টটিতে ওসমান হাদির পক্ষ থেকে তার অনুসারীদের উদ্দেশ্যে একটি বিপ্লবী নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি তার নিজের নির্বাচনী এলাকা শাহবাগ চত্বরকে আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে ঘোষণা করেছেন। পোস্টে স্পষ্টভাবে লেখা হয়েছে, আর ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদদের কাতারে শামিল হয় সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
পোস্টে আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়, খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। অর্থাৎ, তার মৃত্যু হলে কেবল প্রতিবাদ নয়, বরং সারা দেশ অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচির ঘোষণা দিয়ে রাখা হয়েছে।
বার্তায় আন্তর্জাতিক একটি বিষয়ও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, খুনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেফতারপূর্বক ফেরত আনতে হবে।
আসন্ন নির্বাচনে ঢাকা-৮ (রমনা-মতিঝিল-শাহবাগ) আসনের মতো গুরুত্বপূর্ণ ভিআইপি আসন থেকে লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন ওসমান হাদি। কিন্তু নির্বাচনী প্রচারণার আগেই তার এই জীবন-মরণ পরিস্থিতি এবং দেশ অচল করার ডাক রাজনৈতিক অঙ্গনে ও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। তার অনুসারীরা বলছেন, এটি কোনো সাধারণ অসুস্থতা নয়, বরং এর পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে, যার কারণে খুনি শব্দটি ব্যবহার করা হয়েছে।
বর্তমানে সবার দৃষ্টি সিঙ্গাপুরের হাসপাতালের দিকে। ওসমান হাদি কি সুস্থ হয়ে ফিরবেন, নাকি তার বার্তা অনুযায়ী শাহবাগ থেকে পুরো বাংলাদেশ অচল করার আন্দোলন শুরু হবে—তা সময়ই বলে দেবে।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ