নাহিদ ইসলামের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী আতিকুর

অনলাইন ডেস্কঃ
Dec 29, 2025 - 16:11
 0  3
নাহিদ ইসলামের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী আতিকুর

ঢাকা-১১ সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও তরুণ ছাত্রনেতা নাহিদ ইসলামের সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আতিকুর রহমান। রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন এবং নাহিদ ইসলামের জন্য শুভকামনা জানান।

দীর্ঘ ১০ মাস ২২ দিন মাঠে সক্রিয় থাকার পর সংগঠনের সিদ্ধান্তে তিনি প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, সংগঠনের নির্দেশনার পর গত ৬ ফেব্রুয়ারি থেকে তিনি ঢাকা-১১ আসনে (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) জনমত তৈরিতে সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন। ব্যক্তি, পরিবার ও পেশাগত দায়িত্বের ঊর্ধ্বে উঠে তিনি সর্বদা জনগণের পাশে থাকার চেষ্টা করেছেন বলে জানান।

আতিকুর রহমান তার পোস্টে লেখেন, ‘‘সকলের আন্তরিক প্রচেষ্টার ফলে ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সমর্থন তৈরি হয়েছে, যা সাম্প্রতিক জরিপেও উঠে এসেছে।’’

এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘‘অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষ আমাকে আপনজন হিসেবে গ্রহণ করেছেন। তাদের এই ভালোবাসার প্রতি আমি চিরঋণী।’’ এ সময় তিনি তার নির্বাচনী কাজে যুক্ত সহযোদ্ধা ও সমর্থকদের ত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের মঙ্গলের জন্য দোয়া করেন।

নিজের বিদায়ী বার্তায় বিনয়ের সঙ্গে তিনি উল্লেখ করেন, দায়িত্ব পালনকালে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তবে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী।

দলের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে আতিকুর রহমান বলেন, ‘‘একটি বড় জবাবদিহিতার দায়িত্ব থেকে মুক্তি পেলাম। ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে আমরা সবাই একযোগে কাজ করে যাব, ইনশাআল্লাহ।’’

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের সমর্থনে জামায়াত প্রার্থীর সরে দাঁড়ানোর বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow