ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিলে আংশিক সংশোধন আনল নির্বাচন কমিশন

অনলাইন ডেস্কঃ
Dec 20, 2025 - 19:29
 0  11
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিলে আংশিক সংশোধন আনল নির্বাচন কমিশন
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর প্রকাশিত মূল প্রজ্ঞাপনের কয়েকটি তারিখ ও তথ্যে পরিবর্তন এনে একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপনটি জারি করা হয়। প্রজ্ঞাপনে মূলত তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে।

সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১১-এর দফা (১) অনুযায়ী জাতীয় সংসদ গঠনের উদ্দেশ্যে প্রতিটি নির্বাচনি এলাকা থেকে একজন করে সদস্য নির্বাচনের জন্য ঘোষিত সময়সূচি সংবলিত ১১ ডিসেম্বর প্রকাশিত বাংলাদেশ গেজেটের কিছু অংশ সংশোধন করা হয়েছে।

ইসি আরও জানায়, গেজেটের ১৩৩০৫ পৃষ্ঠার দ্বিতীয় ও তৃতীয় লাইনে উল্লিখিত সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন শব্দ ও চিহ্নসমূহ বিলুপ্ত করা হয়েছে। একই পৃষ্ঠায় মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বে উল্লিখিত ২১–২৭ পৌষ (৫–১১ জানুয়ারি), সোমবার–রোববারের পরিবর্তে নতুন করে নির্ধারণ করা হয়েছে ২১–২৫ পৌষ (৫–৯ জানুয়ারি), সোমবার–শুক্রবার।

এ ছাড়া গেজেটের ১৩৩০৬ পৃষ্ঠায় আপিল নিষ্পত্তির সময়সূচিতেও সংশোধন আনা হয়েছে। সেখানে পূর্বের ২৮ পৌষ–৪ মাঘ (১২–১৮ জানুয়ারি), সোমবার–রোববারের পরিবর্তে নির্ধারণ করা হয়েছে ২৬ পৌষ–৪ মাঘ (১০–১৮ জানুয়ারি), শনিবার–রোববার।

নির্বাচন কমিশন জানিয়েছে, সংশোধিত এই সময়সূচি অনুযায়ীই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow