দেবের নতুন নায়িকা কে এই জ্যোতির্ময়ী

বিনোদন ডেস্কঃ
Dec 20, 2025 - 19:26
 0  3
দেবের নতুন নায়িকা কে এই জ্যোতির্ময়ী
ছবি : সংগৃহীত

কলকাতার ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু এবার প্রথমবারের মতো বড়পর্দায় পা রাখতে চলেছেন। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিষেক চলচ্চিত্র ‘প্রজাপতি ২’। এ সিনেমায় তাঁর বিপরীতে দেখা যাবে সুপারস্টার দেবকে। ইতিমধ্যে সিনেমাটির বিভিন্ন ঝলক দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।

বর্ধমানেই বেড়ে ওঠা জ্যোতির্ময়ী ছোট বয়স থেকেই মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ছিপছিপে গড়ন, আকর্ষণীয় উচ্চতা ও উজ্জ্বল চোখে খুব দ্রুতই নজর কাড়েন তিনি। তবে বর্ধমান থেকে কলকাতায় এসে নিজেকে প্রতিষ্ঠিত করা মোটেও সহজ ছিল না। টেলিভিশন ধারাবাহিকে কাজের সুযোগ পাওয়ার পরই স্থায়ীভাবে কলকাতায় বসবাস শুরু করেন তিনি।

ছোটপর্দায় জ্যোতির্ময়ীর প্রথম উল্লেখযোগ্য উপস্থিতি ছিল ধারাবাহিক ‘বধূঁয়া’-তে। এরপর ধীরে ধীরে নাটক ও অন্যান্য কাজের মাধ্যমে নজরে আসেন তিনি। তাঁর অভিনয়েই মুগ্ধ হন দেব, আর সেখান থেকেই আসে বড়পর্দায় কাজের প্রস্তাব। ‘প্রজাপতি ২’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।

ইন্ডাস্ট্রিতে পরিবারের কেউ যুক্ত না থাকলেও নিজের চেষ্টায় দেবের নায়িকা হয়ে ওঠা জ্যোতির্ময়ী জানান, পরিবার সব সময় তাঁর পাশে ছিল। তিনি বলেন, “প্রতিদিন বর্ধমান থেকে কলকাতা যাতায়াত করতাম। মা-বাবার পূর্ণ সমর্থন পেয়েছি। তথাকথিত রক্ষণশীলতার বাধায় কখনো পড়তে হয়নি। যা করতে চেয়েছি, সেটাই করতে পেরেছি।”

অভিনয়ে প্রথম সুযোগ পাওয়ার গল্প বলতে গিয়ে এক সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী জানান, ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবির মাধ্যমেই তাঁর যাত্রা শুরু। তখন বয়স কম ছিল, বিষয়টি বাবা-মাও জানতেন না। ছবিটি দেখে একজন ফটোগ্রাফার তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং ফটোশুটের প্রস্তাব দেন। সেখান থেকেই ধীরে ধীরে অভিনয় জগতের সঙ্গে পরিচয়।

বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী ও দেবের মতো তারকাদের সঙ্গে কাজের সুযোগ পাওয়া তাঁর কাছে ছিল অবিশ্বাস্য। জ্যোতির্ময়ী বলেন, “শুটিংয়ের সময় বুঝতেই পারিনি এত বড় তারকাদের সঙ্গে কাজ করছি। তাই অভিনয়টা আমার কাছে সহজ হয়ে গিয়েছিল।”

ভবিষ্যতে ছোটপর্দায় তাঁকে দেখা যাবে কি না—এ প্রশ্নের উত্তরে এখনই কিছু চূড়ান্ত করে বলতে চান না অভিনেত্রী। আপাতত তাঁর সব মনোযোগ ২৫ ডিসেম্বরের দিকে, যেদিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রজাপতি ২’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow