১৯ বছরের আসক্তির ভয়াবহ গল্প শুনিয়ে তরুণদের সতর্ক করলেন আরশ খান
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের জীবনের এক অন্ধকার অধ্যায়ের কথা তুলে ধরলেন জনপ্রিয় অভিনেতা আরশ খান। দীর্ঘ ১৯ বছরের ধূমপানের আসক্তি এবং তা ছাড়তে গিয়ে ভেপিংয়ের (Vape) ফাঁদে পড়ে কীভাবে তার ফুসফুস প্রায় ধ্বংসের পথে, সেই করুণ অভিজ্ঞতার কথা অকপটে স্বীকার করলেন তিনি। তার এই পোস্টটি তরুণ প্রজন্মের জন্য একটি শক্তিশালী সতর্কবার্তা হিসেবে কাজ করছে।
শনিবার (উদাহরণস্বরূপ তারিখ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আরশ খান তার ধূমপানের শুরুর গল্প দিয়ে স্ট্যাটাসটি শুরু করেন।
আরশ লেখেন, "স্কুল জীবনে ফ্লেক্স করতে গিয়ে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। ১৯ বছর শেষ। আমার ফুসফুসও প্রায় শেষের দিকে। এখন ফ্লেক্সের বিষয় বস্তু অভ্যাসে পরিণত হয়েছে।"
বন্ধুদের সামনে নিজেকে ‘কুল’ প্রমাণ করার সেই ছেলেমানুষি চেষ্টা যে একটা সময় অভ্যাসে এবং শেষে মরণনেশায় পরিণত হয়েছে, সে কথাই ফুটে উঠেছে তার লেখায়।
অভিনেতা তার জীবনের সবচেয়ে বড় ভুলের কথা উল্লেখ করে জানান, সিগারেট ছাড়ার জন্য তিনি ভেপের সাহায্য নিয়েছিলেন, যা ছিল আরও ভয়াবহ। তিনি লেখেন, "সিগারেট ছাড়ার জন্য ধরলাম ভেপ। গত ১৯ বছরে ফুসফুসের যা ১২টা বেজেছিল তার ৩ গুণ বেজেছে গত ৬ মাসে।"
এই একটি বাক্যেই তিনি ভেপিংয়ের ভয়াবহতা তুলে ধরেছেন, যা অনেকের কাছেই সিগারেটের নিরাপদ বিকল্প হিসেবে পরিচিত। আরশ দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন, ভেপের ক্ষতি সিগারেটের চেয়েও কয়েক গুণ বেশি এবং এর কোনো চিকিৎসা নেই। তিনি আরও যোগ করেন, "ভেপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসা নেই, কোনো ওষুধ নেই। পুরো জীবনের জন্য ওই অংশ অকেজো।"
আরশ খান তার ভক্ত ও তরুণ সমাজকে ধূমপান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, "বিশ্বাস করো সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নাই। তোমরা যারা রিসেন্টলি ধূমপান বিষয়টাকে আপন করে নেওয়ার ভাবনায় আছ তারা এই বিষয় থেকে দূরে থাকো।"
নিজের ভুলের পুনরাবৃত্তি যেন আর কেউ না করে, সেই লক্ষ্যে তিনি একটি চমৎকার উপমা ব্যবহার করেছেন। তিনি লিখেছেন, "সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে, সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবে না।"
স্ট্যাটাসের শেষে তিনি সবাইকে ভেবেচিন্তে কাজ করার পরামর্শ দিয়ে লেখেন, "ভাবিয়া করিও কাজ, আমার মতন করিয়া ভাবিও না।"
আরশ খানের এই অকপট স্বীকারোক্তি ও শক্তিশালী বার্তা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার সুস্বাস্থ্য কামনা করার পাশাপাশি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা কথা বলার জন্য তাকে সাধুবাদ জানাচ্ছেন। অনেকেই মনে করছেন, একজন তারকার এমন ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেওয়া সতর্কবার্তা তরুণদের ধূমপান ও ভেপিং থেকে দূরে থাকতে অনুপ্রাণিত করবে।
What's Your Reaction?
নিউজ ডেস্কঃ